প্রাইমারি শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের চুড়ান্ত ফলাফল ত্রুটিপূর্ণ হওয়ার দাবি করে পূনরায় রেজাল্ট প্রকাশের দাবিতে মানববন্ধন।
সবার চোখ থাকতে ও অন্ধ। প্রতিবন্ধীরা তাদের শুধু মাত্র ন্যায্য অধিকারটুকু পাওয়ার আসার বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর আর আদালত পাড়ায় লেংড়ায় লেংড়ায় দৌড়চ্ছে।
অথচ স্বাধীনদেশের হর্তা কর্তার পূর্বের স্বৈরাচার শাসকদের ন্যায় কাঠের চশমা পরে রয়ছে। তারা তাদের মত করে প্রতিবন্ধীদের সাথে অন্যায় ও বৈষম্য করে যাচ্ছে দিনের পর দিন।
দেখার মত বা বোঝার মত কেও নেই



সত্যি বলতে প্রতিবন্ধীদের জন্ম হয়েছিল ভিক্ষা করার জন্য। 

প্রতিবন্ধী এক রেজাল্ট প্রত্যাশি হুইল চেয়ারে এসে আলোচনায় বলেন আমার পরিক্ষা ভালো হয়েছে, ভাইবা ও ভালো হয়েছে, কিন্তু দেখলাম আমার রেজাল্ট আসেনি কিন্ত নিয়োগ বিধি-২০১৯ অনুসরণ করা হলে আমার রেজাল্ট আসার কথা আমি প্রতিবন্ধী কোটায় আবেদন করেছি। আমি এই চুড়ান্ত রেজাল্ট প্রত্যাখ্যান করছি। এর আগেও রিটেনের রেজাল্ট প্রকাশের সময় কারিগরি ত্রুটির কারনে ২য় বার রেজাল্ট প্রকাশ হয়েছে এবারও তা হয়নি তার কোন গ্যারান্টি নাই। রেজাল্ট পুনরায় রিচেক দিয়ে পূর্নাঙ্গ রেজাল্ট প্রকাশ কারা হোক অন্য দুটি ধাপে যেমন ৩ঃ১ হারে প্রকাশ করা হয়েছিল।
প্রাইমারি শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের চুড়ান্ত ফলাফল ত্রুটিপূর্ণ হওয়ার দাবি করে পূনরায় রেজাল্ট প্রকাশের দাবিতে মানববন্ধন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মেইন ফটকে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন বাংলাদেশর সবচেয়ে বড় দুটি বিভাগ ঢাকা ও চট্টগ্রাম কিন্ত এই দুটি বিভাগে অন্য বিভাগের অনুপাতে কম জনবল নিয়োগ দেয়া হয়েছে। অন্য দুটি ধাপে ৩ঃ১ জনবল নিয়োগ দেয়া হলেও তৃতীয় ধাপে এভারেজে ৯.৫ঃ১ জনবল নিয়োগ দেয় হয়েছে। এছারাও কিছু উপজেলায় একেক সেট এভারেজ বাদ দিয়ে রেজাল্ট প্রকাশ করেছ। আমরা মনেকরি এটা কারিগরি ত্রুটির কারনে হয়েছে। আমারা রিচেক দিয়ে আগের দুটি ধাপের মত ৩ঃ১ হারে রেজাল চাই । আমাদের দাবি না মানা হলে লাগাতর কর্মসূচি দিবো।
রেজাল্ট প্রত্যাশিদরে মধ্য থেকে একটি প্রতিনিধী দল সচিবালয়ে স্মারকলিপি প্রদান করেছে। এবং সচিবালয় তা গ্রহন করেছে গ্রহন করেছে। তারা আশা করছেন যে অতিশিগ্রই রেজালট রিচেক দিয়ে ৩ঃ১ হারে চুড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে।
Comments
Post a Comment