প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের ফলাফল পূর্ণ বিবেচনা এবং ৩ঃ১ হারের দাবীতে শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অনশন করছেন চাকুরী প্রার্থীরা
প্রাথমিক_বিদ্যালয়ের_সহকারী_শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের ফলাফল পূর্ণ বিবেচনা দাবীতে শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অনশন করছেন চাকুরী প্রার্থীরা।
বিস্তারিত এই লিংকঃ এখানে ক্লিক করুন
প্রাইমারী তৃতীয় ধাপের ফলাফল পরবর্তী 'দ্বিতীয় এবং তৃতীয় ধাপের অপেক্ষমান তালিকা প্রকাশ' প্রসঙ্গে:
অবশেষে প্রাইমারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার শুরুতেই প্রশ্নফাঁস ইস্যুতে এই ধাপের পরীক্ষা ব্যাপক সমালোচিত হয়। লিখিত পরীক্ষার ফল বাতিলের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা। কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি। এরপর সরকার পরিবর্তন হলো। দীর্ঘদিন পর্যন্ত চূড়ান্ত ফলাফলের অপেক্ষার পর অবশেষে অপেক্ষার অবসান হলো।
কিন্তু তাতে প্রাপ্তির খাতায় কি যোগ হলো আপনাদের?? প্রশ্ন নিয়েই হোক কিংবা নিজের মেধায় হোক, যারা অনেক মার্কস পেয়েছিলেন লিখিত পরীক্ষায়, যারা ভেবেছিলেন লিখিত পরীক্ষায় ভালো মার্কস থাকলেই চাকরি নিশ্চিত, তারা চূড়ান্ত রেজাল্টে কি দেখেছেন? চাকরি হয়েছে আপনাদের??? অথচ অনেকেই মৌখিক বা ভাইভাতে এটেন্ড না করেও চাকরি পেয়েছে.!
আরও পড়ুনঃ
তাহলে এখন কি করবেন? আবারও আন্দোলন করবেন? ফলাফল বাতিলের জন্য রিট করে বেড়াবেন??? নাকি খুব দ্রুতই প্রকাশ হতে যাওয়া দ্বিতীয় এবং তৃতীয় ধাপের অপেক্ষমান তালিকায় নিজের রোল যেন অন্তর্ভুক্ত হয় তার জন্য আল্লাহর কাছে চান এবং ৩ঃ১ রেজাল্ট আপনাদের মৌলিক অধিকার আপনার চেষ্টা চালিয়ে যান সফলতার মালিক আল্লাহ।
Comments
Post a Comment