জেলা প্রশাসকের
কার্যালয়, পঞ্চগড় এর সম্প্রতি ০৫ টি পদে মোট ৩১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি
অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য
আবেদন শুরু ০১-০১-২০২৫ থেকে । আবেদন করা যাবে ৩০-০১-২০২৫ পর্যন্ত।
পদের নামও পদসংখ্যা
১। অফিস সহকারী
কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৪
২। নাজির
কাম ক্যাশিয়ার-০১
৩। মিউটেশন-কাম-
সার্টিফিকেট সহকারী-০২
৪। সার্টিফিকেট
সহকারী-০১
৫। অফিস সহায়ক-২৩
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে
আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা,
অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনের
বয়স
প্রার্থীর
বয়স ০১-০১-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে
হতে হবে ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা
(http://dcpanchagarh.teletalk.com.bd/)
ওয়েবসাইট
থেকে আবেদনপত্র পূরণ করে ৩০-০১-২০২৫ পর্যন্ত। তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
আবেদন কিভাবে
করবেন দেখুন https://youtu.be/dF9mkpZuJvk
আবেদন ফি কিভাবে জমা দিবেন দেখুনঃ https://youtu.be/09hRaVgJAtw
latest government
jobs for graduates,
Comments
Post a Comment