সিআরপি নার্সিং কলেজের নিয়োগের বিজ্ঞপ্তি


সিআরপি নার্সিং কলেজের সম্প্রতি ০৪ টি পদে মোট ০৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। আবেদন করা যাবে ৩১-১২-২০২৪ পর্যন্ত।

https://youtu.be/vpRj6W4pDvc

https://youtu.be/qUkRcQL35_Y

পদের নাম ও পদসংখ্যা 

১। সহযোগী অধ্যাপক-০১  

2। সহকারী অধ্যাপক-০৩ 

৩। প্রভাষক, বেসিক মেডিকেল সায়েন্স-০১ 

৪। প্রভাষক, গ্রাজুয়েট নার্সিং-০৩ 

আবেদনের যোগ্যতা 

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

আবেদনের নিয়ম

আবেদনপত্র পূরণ করে আগামী ৩১-১২-২০২৪ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন ।

সুত্রঃদৈনিক ইত্তেফাক-(১৮-১২-২০২৪)

READ MORE

Comments